মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

যামিনীপাড়া জোনের উদ্যোগে অসহায়দের মধ্যে আর্থিক অনুদান প্রদান 

খাগড়াছড়ি প্রতিনিধি

যামিনীপাড়া জোনের উদ্যোগে অসহায়দের মধ্যে আর্থিক অনুদান প্রদান 

সীমান্ত সূরক্ষার পাশাপাশি এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় 

জোনের আওতায় দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থ বিতরণ এবং গরীব পরিবারকে নতুন ঘর হস্তান্তরসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) যামিনী পাড়া জোন সদরে যামিনীপাড়া জোনের এসব আর্থিক/নির্মাণ সামগ্রী অনুদান প্রদান করেন যামিনীপাড়া জোন ২৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি।

জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে রয়েছে দুজন দুস্থ ও অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান প্রদান, যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৫০ হাজার টাকা এবং ছাত্র/ছাত্রীদের শিক্ষা সহায়ক হিসেবে ০১ টি কম্পিউটার অনুদান প্রদান তিন অসহায় হতদরিদ্র সংঘচরণ ত্রিপুরা, লাতুয়াবি ত্রিপুরা, শাহের ভান বিবি, তিনজনকে ৩টি বসত ঘর নির্মাণ। 

দূগর্ম পাহাড়ি এলাকায় অবস্থিত গৌরনীতাই পদ্মিনীপাড়া মন্দিরে ২টি বড় (২৫ ইঞ্চি) ঢেকচা অনুদান প্রদান, জোন কমান্ডার সিংহপাড়া জামে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ, উত্তর বড়বিল মাঝপাড়া জামে মসজিদে একটি ইলেক্ট্রনিক দেয়াল ঘড়ি প্রদান, তাইন্দং ইউনিয়নের মো. জামাল হোসেন ও তসলিমা আক্তারকে ৬ বান ঢেউটিন প্রদান এছাড়াও প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ০৫টি মাদ্রাসায় ৩৫০ কেজি চাল বিতরণ করেন। মোট ২ লাখ ৪২ হাজার ৫৩০ টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধাভোগীর সংখ্যা ৮৮৭ জন।

প্রধান অতিথির বক্তব্যে যামিনীপাড়া জোন ২৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির বলেন, সীমান্ত সূরক্ষার পাশাপাশি যামিনীপাড়া জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় জোনের আওতায় পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে যামিনীপাড়া জোন এধারা ভবিষতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টিএইচ